রসায়ন PDF - ছন্দে ছন্দে শিখুন পর্যায় সারণী (নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত)


এই পিডিএফ এর মাধ্যমে আপনি খুব সহজেই রসায়নের পর্যায় সারণী গুলো ছন্দে ছন্দে শিখতে পারবেন। এটি নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থীদের জন্য।

পিডিএফ টি ডাউনলোড করুন -  Download Here

পর্যায় সারণী হচ্ছে বিভিন্ন মৌলিক পদার্থকে একত্রে উপস্থাপনের একটি আন্তর্জাতিকভাবে গৃহীত ছক। আজ পর্যন্ত আবিষ্কৃত মৌলসমূহকে তাদের ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে, ধর্মাবলী বিবেচনায় নিয়ে বিভিন্ন শ্রেণীতে ও পর্যায়ে বিভক্ত করে মৌলসমূহেের পারমাণবিক সংখ্যার ক্রমানুসারে পর্যায় সারণীতে সাজানো হয়েছে।
Xem thêm