আজকে ১২টি Tense আয়ত্তে আনার সবচেয়ে সহজ টেকনিক শিখবো। তবে আগেই বলে নিচ্ছি যারা Tense - এ একদম দূর্বল শুধূমাত্র তাদের জন্য আজকের এই আয়োজন। আজকে আমরা একসাথে সহজ উপায় ১২টি Tense শিখবো।
আসুন প্রথমে Tense সম্পর্কে জেনে নেই:
📌 Tense অর্থ ‘সময়’
📌 Tense মূলত ৩ প্রকার।
Tense এর উদাহরণ:
(পরিষ্কার দেখতে ফটো এর উপরে ক্লীক করুন)
নিচে লক্ষ কর:
1. Present Tense
Example: I follow Study24BD for Learning English.
2. Past Tense
Example: I followed Study24BD for Learning English
3. Future Tense
Example: I will follow Study24BD for Learning English
Note: উপরের ৩টি Sentence এ একটি জায়গায় পরিবর্তন লক্ষনীয় ,এবং সেই জায়গাটি হচ্ছে Verb এর জায়গা। আর এজন্যই বলা হয় - (Tense is related to Verb.) সুতরাং Tense শেখার আগে Verb জানা প্রয়োজন।
Kinds of Tenses
📌 প্রতিটি Tense আবার ৪ প্রকার।
Indefinite, Continuous , Perfect, Perfect Continuous (ICPP)
আরেকটু সাজিয়ে বললে:
(পরিষ্কার দেখতে ফটো এর উপরে ক্লীক করুন)
1. Present Indefinite Tense:
Structure: Subject + Verb + Extension
Example: I play football.
2. Present Continuous Tense:
Structure: ---- am/is/are + Verb + ing ----
Example: I am playing football.
3. Present Perfect Tense:
Structure: ---- have/has + V3 ----
Example: I have played football.
4. Present Perfect Continuous Tense:
Structure: ---- have/has + been + Verb + ing ----
Example: I have been playing football.
1. Past Indefinite Tense:
Structure: Subject + V3 + Extension
Example: I played football.
2. Past Continuous Tense:
Structure: ---- was/were + Verb + ing ----
Example: I was playing football.
3. Past Perfect Tense:
Structure: ---- had + V3 ----
Example: I had played football.
4. Past Perfect Continuous Tense:
Structure: ---- had been + Verb + ing ----
Example: I had been playing football.
1. Futute Indefinite Tense:
Structure: Subject +shall/will + V1 + Extension
Example: I will play football.
2. Future Continuous Tense:
Structure: ---- shall/will + be + Verb + ing ----
Example: I will be playing football.
3. Future Perfect Tense:
Structure: ----shall/will + have + V3----
Example: I will have played football.
4. Future Perfect Continuous Tense:
Structure: ---- shall/will + have been + verb + ing ----
Example: I will have been playing football.
বি:দ্র: উপরে দেওয়া ১২টি Structure একদম মুখস্ত করে ফেলো তাহলে সহজেই বুঝতে পারবে কোনটা কোন Tense । আর Structure গুলো পড়ার সময় অবশ্যই কালার গুলো লক্ষ রাখবে তাহলে সহজেই আয়ত্তে চলে আসবে। পরবর্তীতে Tense নিয়ে আরো একটি আর্টিকের শেয়ার করা হবে । ধন্যবাদ

