চলুন আগে কবিতাটি পড়ে নিই:
এই পৃথিবীতে এক স্থান আছে—সবচেয়ে সুন্দর করুণ :
সেখানে সবুজ ডাঙা ভ’রে আছে মধুকূপী ঘাসে অবিরল;
সেখানে গাছের নামঃ কাঁঠাল, অশ্বত্থ, বট, জারুল, হিজল;
সেখানে ভোরের মেঘে নাটার র’ঙের মতো জাগিছে অরুণ;
সেখানে বারুণী থাকে গঙ্গাসাগরের বুকে,—সেখানে বরুণ
কর্ণফুলী ধলেশ্বরী পদ্মা জলাঙ্গীরে দেয় অবিরল জল;
সেইখানে শঙ্খচিল পানের বনের মতো হাওয়ায় চঞ্চল,
সেইখানে লক্ষ্মীপেঁচা ধানের গন্ধের মতো অস্ফুট, তরুণ;
সেখানে লেবুর শাখা নূয়ে থাকে অন্ধকারে ঘাসের উপর
সুদর্শন উড়ে যায় ঘরে তার অন্ধকার সন্ধ্যার বাতাসে;
সেখানে হলুদ শাড়ি লেগে থাকে রূপসীর শরীরের ’পর—
শঙ্খমালা নাম তারঃ এ-বিশাল পৃথিবীর কোনো নদী ঘাসে
তারে আর খুঁজে তুমি পাবে নাকো—বিশালাক্ষী দিয়েছিলো বর
তাই সে জন্মিছে নীল বাংলার ঘাস আর ধানের ভিতর।
মূলভাব:
অনন্য অসাধারণ এই দেশ । প্রকৃতির েসৌন্দের্যের এক লীলাভূমি। অসংখ্য গাছ, ফলমূল, চারদিকে সবুজে ভরপুর এ দেশ। এদেশের পূর্বাকাশে সূর্য উকি দেয়, স্বচ্ছ জলে নদীনালা ভরপুর থাকে, পাখিরা গাছে গাছে গান গেয়ে উড়ে বেড়ায়। এ সবুজের গন্ধ চারদিকে ছড়িয়ে পড়েছে। এ যেন এক বিচিত্ররুপ। আবার বাংলার বুকে থাকে শৃঙ্খমালা নামের রুপসীনারী যা পৃথিবী র কোথাও নেই। কারণ বিশালাক্ষী বর দিয়েছিলেণ বলেই তা বাংলার প্রকৃতিতে মিশে আছে।
কবিতা ও কবি থেকে গুরুপ্তপূর্ণ পয়েন্ট:
১। জীবনানন্দ দাশের মাতার নাম ➦ কুসুমকুমারী দাস
২। কবতিাটি সংকলিত হয় ➦ রুপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে ।
৩। উপজীব্য ➦ প্রাকৃতিক সৌন্দের্যের লীলাভূমি নীল-সবুজ মেশা বাংলায় ভূ-প্রকৃতি।
৪। কবিতায় যে ঘাসের নাম উল্লেখ আছে তা হল ➦ মধুকূপি ঘাস।
৫। জলের দেবতার নাম ➦ বারুণী
৬। জলের দেবতার নাম ➦ বারুণ
৭। সুদর্শন ➦ িএক ধরনের পোকা।
৮। নীল বাংলা ➦ বেদনা মলিন বাংলা
৯। জলের দেবতা থাকেন ➦ হিমালয়ে।
১০। জলের দেবী থাকেন ➦ গঙ্গা সাগরের বুকে
১১। হলুদ রংগের শাড়ি বলতে বোঝায় ➦ সরিষার ক্ষেত।
১২। লেবুর শাখা ঘাসের উপর নুয়ে থাকে ➦ অন্থকারে ।
১৩। সুদর্শন ঘরে ফেরে ➦ সন্ধ্যায় ।
১৪। বিশালক্ষী বর দিয়েছিল ➦ শঙ্খমালাকে।
১৫। এই পৃথিবীতে এক স্থান আছে বলতে বোঝায় ➦ জন্মভূমি বাংলাদেশ।
১৬। রুপসী বাংলার কবি ➦ ঝীবনানন্দ দাস।
১৭। কবিকে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন ➦ চিত্ররুপময় বরুণ।
১৮। কবিতায় দেব-দেবীর নাম ➦ ৩টি।
১৯। কবিতায় রঙ্গের কথা উল্লেখ আছে ➦ ৩টি।
২০ । কবিতায় নদীর কথা উল্লেখ আছে ➦ ৩টি।
২১। কবিতায় লাইন আছে ➦ ১৪টি ।
২২। কবিতায় গাছের নাম আছে ➦ ৬টি ।