Case (কারক) কি? কত প্রকার ও কি কি?


প্রশ্নঃ Case কি?

Case হল মূলত Noun এবং Pronoun এর কিছু Grammatical কার্যাবলী, আলােচনা।

Case মূলত ৩ প্রকার। যথা:
1. Subjective case
2. Objective case
3. Possessive case

Subjective case:
যে noun/pronoun গুলাে বাক্যে subject অবস্থানে বসে, তাকে subjective case বলে।

For example:
Mir works in a factory. = মীর একটি কারখানায় কাজ করেন।
She tries to overcome the problem. = তিনি সমস্যাটি কাটিয়ে ওঠার চেষ্টা করেন।
I want to reach there. = আমি সেখানে পৌছতে চাই।
Walking is called the best exercise. = হাঁটাকে সেরা ব্যায়াম বলা হয়।
লক্ষণীয়, উপরের চারটি বাক্যতে যথাক্রমে Mir, She, I, Walking শব্দগুলাে বাক্যগুলাের subject হিসেবে বসায় সে গুলােকে subjective case হিসেবে গণ্য করা হয়েছে।

অজানা কথা:
1. Subjective case এর অপর নাম Nominative case।
2. Gerund - ও subjective case, কেননা gerund এর মধ্যে noun লুকানাে থাকে।
3. Subject শব্দটির adjective রুপ subjective
4. সাধারন অর্থে-একাধিক pronoun “subjective case” হিসেবে বাক্যের শুরুতে বসলে, তারা একটি নির্দিষ্ট নিয়ম মেনে বসে।

যেমনঃ 2nd person “you” তারপর 3rd person "he, she, any name" এবং সর্বশেষে 1st person "I"

যাকে অন্যভাবে মনে রাখা যেতে পারে: (231) এভাবে।


Objective case:

যখন noun/pronoun একটি বাক্যে transitive verb এর object হিসেবে বসে, তখন তাকে objective case বলে।

For example:

Shila does not eat Thai Food. = শিলা থাই খাবার খান না।
She loves pizza. = তিনি পিৎজা পছন্দ করে।
Robin told me something. = রবিন আমাকে কিছু বলেছিল।
Rita follows Rani. = রিতা রানীকে অনুসরণ করে।
I like swimming. = আমি সঁতার পছন্দ করি।
লক্ষণীয়, উপরের বাক্যগুলােতে underline করা শব্দগুলাে object case হয়েছে, কেননা উক্ত শব্দগুলাে transitive verb (eat, love, told, follow, like) এর পর বসেছে।

অজানা কথাঃ

1. Objective case এর অপর নাম accusative।

2. Transitive verb সেই যে verb এর object বা কর্ম থাকে।
3. অনেক সময় transitive verb এর দুইটি object থাকে, এ ক্ষেত্রে উভয় object কে objective case বলে।
যেমন: She gave me a flower. = তিনি আমাকে একটি ফুল দিয়েছিলেন।
I presented him a gift. = আমি তাকে একটি উপহার প্রদান করেছিলাম।

Possessive case:

অধিকারের সম্পর্ককে বােঝায়, অন্য কথায় noun বা pronoun এর অধিকারে থাকা
কোনাে বিষয়কে বােঝায়।


Xem thêm