Complement (পরিপূরক) কি? Complement চেনার সবচেয়ে সহজ উপায়

 

Complement (পরিপূরক)


What is complement?

Complement শব্দের অর্থ পরিপূরক। Sentence এ subject এর পূর্ণতার জন্য Verb এর পরে যে word/phrase টি বসে , তাকে complement বলে।

যেমনঃ

I am happy. = "I" এর অন্য অবস্থা সে এখন happy/খুশি।

(আমি খুশি)

They are helpless. = "They" এর অন্য অবস্থা তারা এখন helpless/'অসহায়।

(তারা অসহায়).

Rahim is a farmer. = "Rahim" এর অন্য পরিচয় সে একজন farmer/কৃষক।

(রহিম একজন কৃষক)

লক্ষ্যণীয়, উপরের তিনটি বাক্যতে যথাক্রমে happy, helpless ও farmer পূর্বের subject গুলাের পরিপূরক। সুতরাং, শব্দগুলাে complement।


Kinds of complements:

Complement মূলত দুই প্রকার-

i. Subjective complement

ii. Objective complement


» Subjective complement দুই ধরনের: 

i. Noun complement ii. Adjective complement


Noun complement: বাক্যে noun এর কাজ করে ।

For example:

He is a doctor. = "a doctor" noun phrase যা অন্য কথায় noun complement

(সে একজন ডাক্তার)

She is a nurse. = "a nurse" noun phrase 4 noun complement

(সে একজন সেবিকা)

Jacky is a footballer. = "a footballer" noun phrase Taalta noun complement

(জ্যাকি একজন ফুটবল খেলােয়াড়)


Note: It is I/ It is me, এই গুলাে pronoun দিয়ে গঠিত complement।


Adjective complement: বাক্যে adjective এর কাজ করে।

 For example:

She is happy. = "happy" শব্দটি adjective, অন্যকথায় adjective complement

(সে খুশি)

Honey tastes sweet. = "sweet" শব্দটি adjective, অন্যকথায় adjective complement

(মধু খেতে মিষ্টি)

He feels relaxed. = "related-প্রশান্তি " শব্দটি adjective, অন্যকথায় adjective cornplement

(সে প্রশান্তি অনুভব করে)


বাস্তবধর্মী Subjective Complement এর উদাহরন:

It always seems impossible until it is done. "Nelson Mandela"

(কোন কিছু শেষ না হওয়া পর্যন্ত তা অসম্ভব মনে হয়)


Objective complement: যা মূলত object এর পরিপূরক

For example:

He has made me happy.= এখানে object "me” এর complement "happy"

(সে আমাকে সুখী করেছে)

We appointed him our bodyguard = এখানে object "him” এর complement "our body guard"

(আমরা তাকে আমাদের দেহরক্ষী নিযুক্ত করেছিলাম)

I found him talking.= এখানে “him” object এর cornplement “talking”

(আমি তাকে কথা বলা অবস্থায় দেখেছিলাম)


অজানা কথাঃ

i. Subject ও Complement যেহেতু একে অপরের পরিপূরক, সেক্ষেত্রে complement নির্ণয়ে subject ও complement এর মাঝখানে is equal to (=) চিহ্ন বসিয়ে complement বের করা যেতে পারে।

যেমন: He is a doctor. অর্থাৎ, He = a doctor.


ii. Subject ও Complement এর মাঝে যে verb টি বসে তাকে linking verb বলে।

Shortcut: Subject + linking verb + complement


iii. Be verb, seem-মনে করা, feel-অনুভব করা, remain-থাকা, taste-স্বাদ ও নেওয়া etc. verb গুলাে linking verb ।


iv. Complement লিখতে যেয়ে অনেকেই ভুল করে "Compliment" লিখে থাকে যার অর্থ “অভিবাদন/অভিনন্দন”




Xem thêm