Coronavirus Paragraph with Bangla Meaning

 

Coronavirus (Covid-19)

1. Topic Sentence
2.What is Coronavirus?
3.Where is the origin of Covid-19 and how has it spread ?
4.What are the symptoms of Covid-19 ?
5.What are the effects of Covid-19?
6.What is the present condition ?
7. Is there any antidote ?
8. What are the ways of prevention?
9.Concluding Sentence


Topic Sentence

করােনাভাইরাস (কোভিড-১৯)- মুকুটের মত
আকৃতি বিশিষ্ট -বৈশ্বিক মহামারীতে পরিণত হয়েছে।
Coronavirus (Covid-19) - shaped like a
crown- has become a global pandemic.


What is Coronavirus?

করােনাভাইরাস হচ্ছে ভাইরাসের একটি বৃহৎ family বা পরিবার যেটা প্রানী বা মানুষের অসুস্থতার অথবা মৃত্যুর কারণ হতে পারে।
Coronaviruses are a large family of viruses which can be the cause of illness or death of animals and humans.

কোভিড -১৯ হচ্ছে এক ধরনের নতুন Coronavirus যেটি চায়নার উহানে ২০১৯ সালে উৎপত্তি হয়েছিল।

Covid-19 (Coronavirus disease 2019) is a new type of Coronavirus which originated in Wuhan of China in 2019.



Where is the origin of Covid-19 and how has it spread ?

উহান হচেছু চায়নার একটি শহর এবং এই শহরে একটি seafood বাজার আছে। এই Seafood বাজার থেকে এই Covid-19 উৎপত্তি হয়েছে। তারপর থেকে এই প্রানঘাতী এবং ছোঁয়াচে ভাইরাসর্টি মানুষের হাঁচি এবং কাশির Droplets থেকে এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তিকে সংক্রামিত করতে শুরু করেছে।
Wuhan is a city in China and there is a seafood market in this city. This Covid-19 has originated from this seafood market. Since then, this fatal and contagions virus has started to infect from one person to another through the droplets of sneeze and cough.



What are the symptoms of Covid-19?

কোভিড-১৯ এর রােগলক্ষণগুলাে হচ্ছে।
কাশি, জ্বর এবং তীব্র শ্বাসকষ্ট।
The symptoms of Covid-19 are cough,
fever and severe shortness of breath.

What are the effects of Covid-19?

কোভিড-১৯ তীব্র শ্বাসপ্রশ্বাস-সংক্রান্ত সমস্যা,
কিডনি ব্যর্থতা অথবা মৃত্যু ঘটাতে পারে।
Covid-19 can cause severe respiratory
problems, kidney failure or death.
বিশেষ করে, যারা বৃদ্ধ এবং যারা ডাইবেটিস এবং হার্ট সমস্যায় ভুগছেন তারা এই কোভিড-১৯ বেশি অরক্ষিত।
Specially, those who are old and those who are suffering from diabetes and heart problems are more vulnerable to this disease.

What is the present condition?

বর্তমানে, কোভিড-১৯ প্রায় ২০০ টা দেশে ছড়িয়েছে এবং বিশ্বের লক্ষ লক্ষ লােক এটাতে সংক্রামিত হচ্ছে। চায়নাতে প্রায় চার হাজার লােক মারা গিয়েছে এবং ইটালি চায়নাকে ছাড়িয়ে গিয়েছে। সকল মহাদেশে এই কোভিড-১৯ এখন একটি ভীতি সৃষ্টি করছে এবং বিশ্বের বড় বড় শহর, বিখ্যাত স্থান এবং এমনকি ধর্মীয় স্থানগুলােও ক ডাউন করে দেওয়া হয়েছে। আমাদের দেশও এই কোভিড-১৯ থেকে মুক্ত নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটাকে বিশ্ব মহামারী হিসাবে ঘােষণা করেছে।
At present, Covid-19 has spread nearly in 200 countries and millions of people of the world are being infected with it.
Approximately, 4000 people have died in China & Italy has overtaken China. This Covid-19 is creating a panic in all the continents of the world and the bigger
cities, famous places and even religious places have been locked down.
Our country is not free from this Covid-19 either. World Health Organisation (WHO) has declared it as a pandemic.


Is there any antidote ?

কোভিড-১৯ এর কোনাে রােগপ্রতিরােধক ঔষধ এখনাে আবিষ্কৃত হয়নি।সারা বিশ্বের বিজ্ঞানীরা কঠোর পরিশ্রম করছে এবং উন্নত দেশগুলাে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করছে এটার প্রতিষেধক আবিষ্কার করার জন্য।
No antidote to Covid-19 has yet been
dicovered The scientists of the whole world are working hard and the developed countries are spending billions of dollars in
order to discover the antidote to it.

What are the ways of prevention?

যেহেতু Covid-19 -এর কোনাে প্রতিষেধক নেই, সেহেতু প্রতিরােধই একমাত্র উপায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, কোনকিছু বা কাউকে স্পর্শ করার পর সাবান বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে বিশ সেকেন্ড ধরে হাত ধোঁয়া, facemask ব্যবহার করা, বাড়ি থাকা, জনসমাবেশ এড়িয়ে চলা এবং ঘনঘন পানি পান করা এটা প্রতিরােধের জন্য গুরুত্বপূর্ণ।
Since there is no antidote to Covid-19, prevention is the only way.According to WHO, washing hands with soap and hand-sanitizers for twenty seconds after
touching anything or anyone, using facemasks, staying at home, avoiding public gatherings and drinking water frequently are important for prevention to it.


Concluding Sentence

অবশেষে,এটা বলা যায় যে কোভিড-১৯ এর যাত্রা কোথায় শেষ হবে সেটা অজানা। কিন্তু, আশা করা যায় যে সর্বশক্তিমান আল্লাহ তার সেরা সৃষ্টি মানুষের উপর করুণা করবেন।একই সাথে, আমাদেরকেই আমাদের নিজেদের অস্তিত্বের জন্য সচেতনতা সৃষ্টি করতে হবে।
At last, it can be said that, where the journey of Coronavirus will end is unknown. But, it can be hoped that Almighty Allah will take pity on His best creation, humans. At the same time,we have to create awareness for own existence.



.

Xem thêm