Subject & Predicate কি?


Subject & Predicate ( উদ্দেশ্য এবং বিধেয়)

একটি Sentence এ যার সম্বন্ধে কোনাে কিছু বলা হয়, বা যে কোন কিছু করে তাকে "Subject" বা "Doer of the action" বলে।
Subject সম্বন্ধে যা কিছু বাড়তি ধারণা দেওয়া হয়, তাকে "Predicate" অন্যকথায়
“বিধেয়” বলে।
For example:
He sings a song. ("He" হলাে subject, বাকী অংশ predicate)
(সে গান গায়)।
She is a nurse ("She" হলাে subject, বাকী অংশ predicate)
(সে একজন সেবিকা)
Honesty is the best policy. ("Honesty" হলাে subject, বাকী অংশ predicate)
(সততা সর্বোত্তম পন্থা)
They are playing football. ("They" হলো subject, বাকি অংশ predicate)
(তারা ফুটবল খেলছে)
The baby is playing in the playground.
(শিশুটি মাঠে খেলা করছে)
উল্লেখ্য, এখানে "The baby" হলাে subject, বাকী অংশ predicate, তবে "in the playground" ব্যতীত, কেননা "in the playground" একটি adverbial phrase।

Note: উপরের প্রতিটি বাক্যের subject ব্যতীত বাকী সব অংশকে predicate বলা হয়। তবে, শেষের বাক্যটিতে "in the playground" এই অংশটুকুকে predicate বলা যাবে না। কেননা, adverb বা adverbial phrase, "Predicate" হতে পারে না।

ব্যতিক্রম :
Here is a phone book. (এখানে মােবাইলের বই/নােট)
There is a suggestion guide. (এটা সাজেশন্স বই)
উল্লেখ্য, "Here/There" দ্বারা কোন বাক্য শুরু হলে "Here/There+verb এরপরে Subject থাকে” অর্থাৎ উপরের বাক্যতে "a phone book ও a suggestion
guide" Subject আর বাকি অংশ Predicate
অজানা কথা:
i. একটি sentence এর major (প্রধান) part হিসেবে subject ও predicate কে ভাবা হয়।


ii. Native speaker বা American/British Grammar concept অনুযায়ী "adverb" কে "predicate" এর অন্তর্ভুক্ত করা হয় না।


iii. Imperative sentence a subject "you" উহ্য থাকে, এজন্য predicate "verb" দ্বারা শুরু হয়।


iv. Imperative sentence এ Please/Kindly থাকলে তাকেও predicate যাবে না। কেননা, শব্দ দুইটি adverb।


v. "Predicate" grammar এর বৃহত্তম আলােচ্য বিষয়, যার মধ্যে verb, object, complement, etc. থাকে।




Xem thêm