Object কি? প্রকারভেদ ও চেনার সহজ উপায়


Object (কর্ম)

একটি ফুল গাছ যেমন টবের উপরে ভিত্তি করে দাঁড়িয়ে থাকে, তেমনি একটি English sentence একটি বিশেষ structure এর উপর ভিত্তি করে গঠিত হয়। এই structure টি হচ্ছে- "Subject + verb + extension"।

তবে, অনেকেই মনে করে একটি আদর্শ English বাক্যের structure: "Subject + verb + object"। কিন্তু, কথাটি সঠিক নয়। কেননা, একটি বাক্যের শেষে শুধু object ই বসে না বরং ক্ষেত্র বিশেষ adverb, complement, etc. বসে।

[এই chapter এ তুমি Object সম্বন্ধে বিস্তারিত ধারণা পাবে।]

What is object?

Verb কে কি (what) বা কাকে (whom) দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেই word/phrase টি object। 

যেমন: They gave me a flower vase. (তারা আমাকে একটি ফুলদানি দিয়েছিল)

লক্ষ্যণীয়, উপরের বাক্যে verb "give gave" কে আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করি ।

কাকে দিয়েছিল (gave?) উত্তর হবে (me-আমাকে)

কি দিয়েছিল (gave?) উত্তর হবে (a flower vase-একটি ফুলদানি)

তাহলে, উপরের বাক্যটিতে me ও a flower vase দুটিই object

Note: সর্বদাই সব বাক্যেই দুইটি object থাকে না। 


অজানা কথা:

Object অবস্থান যে বসবে, সে শব্দ অবশ্যই noun/ noun phrase/ gerund/ pronoun-object form হবে।

Kinds of objects: object দুই প্রকার-

i. Indirect object, যা দ্বারা ব্যক্তি বােঝায়।

ii. Direct object, যা দ্বারা বিষয়বস্তু বােঝায়।

তাহলে, উপরের বাক্যতে "me" হলাে indirect object আর "a flower vase" হলো direct object। 

আরও কিছু উদাহরণ:

He gave shelter. = "shelter" একটি direct object

(সে আশ্রয় দিয়েছিল)

I sing a song. = "a song" একটি direct object

(আমি একটি গান গাই)।

Our teacher helped us. = "us" ব্যক্তিবাচক হওয়ায় এটি একটি indirect object

(আমাদের শিক্ষক আমাদের সাহায্য করেছিল)

She speaks English. = "English" একটি direct object

(সে ইংরেজি বলে)

The police told me the real story. = "me" একটি indirect object এবং "the real story" হলো direct object

(পুলিশ আমাকে আসল ঘটনাটি বলেছিল)


Exception:

He sent the company a final mail. ="the company" একটি indirect object এবং "a final mails" একটি direct object 

(সে কোম্পানীকে একটি চুড়ান্ত মেইল পাঠিয়েছিল)


দুইটি Object একই বাক্যে এক সাথে বসলে:

i. Indirect object + Direct object

মনে রাখতে পার: I.O+D.O

ii. Direct object + preposition (to/for) + Indierect object

মনে রাখতে পার: D.O + preposition +I.O


For example:

She sent me an e-mail.= এখানে "me" indirect object এবং "an e-mail "direct object

অন্যভাবেও বাক্যটি লিখা যায়:

She sent an e-mail for me=এখানে "an e-Inail" direct object এবং "me''indirect object


অজানা কথা:

i. যে verb এর পর object বসে, সেই verb কে transitive (সকর্মক) verb বলে।

ii. Subject + verb + object এর পর adverb বসতে পারে।

যেমন: I sing a song. এটির শেষে adverb বসানাে যেতে পারে।
যেমন: I sing a song well.
iii. Direct object কে passive voice এ retain (স্থির) object বলে।


Xem thêm