Object (কর্ম)
একটি ফুল গাছ যেমন টবের উপরে ভিত্তি করে দাঁড়িয়ে থাকে, তেমনি একটি English sentence একটি বিশেষ structure এর উপর ভিত্তি করে গঠিত হয়। এই structure টি হচ্ছে- "Subject + verb + extension"।
তবে, অনেকেই মনে করে একটি আদর্শ English বাক্যের structure: "Subject + verb + object"। কিন্তু, কথাটি সঠিক নয়। কেননা, একটি বাক্যের শেষে শুধু object ই বসে না বরং ক্ষেত্র বিশেষ adverb, complement, etc. বসে।
[এই chapter এ তুমি Object সম্বন্ধে বিস্তারিত ধারণা পাবে।]
What is object?
Verb কে কি (what) বা কাকে (whom) দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেই word/phrase টি object।
যেমন: They gave me a flower vase. (তারা আমাকে একটি ফুলদানি দিয়েছিল)
লক্ষ্যণীয়, উপরের বাক্যে verb "give gave" কে আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করি ।
কাকে দিয়েছিল (gave?) উত্তর হবে (me-আমাকে)
কি দিয়েছিল (gave?) উত্তর হবে (a flower vase-একটি ফুলদানি)
তাহলে, উপরের বাক্যটিতে me ও a flower vase দুটিই object
Note: সর্বদাই সব বাক্যেই দুইটি object থাকে না।
অজানা কথা:
Object অবস্থান যে বসবে, সে শব্দ অবশ্যই noun/ noun phrase/ gerund/ pronoun-object form হবে।
Kinds of objects: object দুই প্রকার-
i. Indirect object, যা দ্বারা ব্যক্তি বােঝায়।
ii. Direct object, যা দ্বারা বিষয়বস্তু বােঝায়।
তাহলে, উপরের বাক্যতে "me" হলাে indirect object আর "a flower vase" হলো direct object।
আরও কিছু উদাহরণ:
He gave shelter. = "shelter" একটি direct object
(সে আশ্রয় দিয়েছিল)
I sing a song. = "a song" একটি direct object
(আমি একটি গান গাই)।
Our teacher helped us. = "us" ব্যক্তিবাচক হওয়ায় এটি একটি indirect object
(আমাদের শিক্ষক আমাদের সাহায্য করেছিল)
She speaks English. = "English" একটি direct object
(সে ইংরেজি বলে)
The police told me the real story. = "me" একটি indirect object এবং "the real story" হলো direct object
(পুলিশ আমাকে আসল ঘটনাটি বলেছিল)
Exception:
He sent the company a final mail. ="the company" একটি indirect object এবং "a final mails" একটি direct object
(সে কোম্পানীকে একটি চুড়ান্ত মেইল পাঠিয়েছিল)
দুইটি Object একই বাক্যে এক সাথে বসলে:
i. Indirect object + Direct object
মনে রাখতে পার: I.O+D.O
ii. Direct object + preposition (to/for) + Indierect object
মনে রাখতে পার: D.O + preposition +I.O
For example:
She sent me an e-mail.= এখানে "me" indirect object এবং "an e-mail "direct object
অন্যভাবেও বাক্যটি লিখা যায়:
She sent an e-mail for me=এখানে "an e-Inail" direct object এবং "me''indirect object
অজানা কথা:
i. যে verb এর পর object বসে, সেই verb কে transitive (সকর্মক) verb বলে।
ii. Subject + verb + object এর পর adverb বসতে পারে।